Menu

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯

নরসিংদীতে বৃদ্ধার ‘স্বাভাবিক মৃত্যুর পর গলা কেটে’ হাসপাতালে

bdnews24
প্রতীকী ছবি

নরসিংদীতে এক বৃদ্ধার ‘স্বাভাবিক মৃত্যুর’ পর প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য গলা কেটে হাসপাতালে নেওয়ার অভিযোগ উঠেছে।

সদর থানার পরিদর্শক আতাউর রহমান জানান, শহরবানু (৭০) নামে এই বৃদ্ধার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পাশাপাশি তার চার স্বজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
শহরবানু সদর উপজেলার আলীপুরা মধ্যপাড়ার সরকার বাড়ির সোহরাওয়ার্দীর স্ত্রী।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহাম্মেদ প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, “শহরবানু শুক্রবার সন্ধ্যার দিকে অসুস্থ হলে তাকে স্থানয়ী পল্লি চিকিৎসক কাজীমুদ্দিনের কাছে নিয়ে গেলে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
“তখন তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। কিন্তু নরসিংদী সদর হাসপাতালে তাকে গলা কাটা অবস্থায় নেওয়া হয়।”
পুলিশ জানায়, এলাকায় দুটি পক্ষের বিরোধ চলছে। এর জেরে ইতিপূর্বে দুই পক্ষে সংঘর্ষ হয়। তাতে অনেকে আহত হন। বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর করা হয়। পরে পুলিশ আলীপুরা গ্রামে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক টেঁটা উদ্ধারসহ ১৩ জনকে আটক করে। পুলিশ সে বিষয়টি তদন্ত করার মধ্যেই শহরবানুর ঘটনা আলোচনায় আসল।
প্রতিপক্ষকে ফাঁসাতেই কেউ ‘স্বাভাবিক মৃত্যুকে হত্যায়’ রূপ দিতে চাচ্ছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা শাহেদ আহাম্মেদ।
(ছবিটি FB থেকে সংগৃহীত হয়েছে)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন