মুশফিকের পর দল পেলেন না মুস্তাফিজও
একসময় তিনি ঝড় তুলেছিলেন আইপিএলে। সময়ের পরিক্রমায় সেই মুস্তাফিজুর রহমান এখন হারিয়ে খুঁজছেন নিজেকে। বাংলাদেশের বাঁহাতি পেসারকে খুঁজে নিল না কোনো দলও। আইপিএলের নিলামে অবিক্রীত থেকে গেলেন মুস্তাফিজ। এর আগে নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের মুশফিকুর রহিম।
মুস্তাফিজের যা সাম্প্রতিক পারফরম্যান্স, তাতে আইপিএলে তার দল পাওয়ার সম্ভাবনা কমই ছিল। বর্তমান বাস্তবতায় তার ১ কোটি রুপি ভিত্তিমূল্যও হয়তো একটু বেশিই। অভাবনীয় কিছু তাই হয়নি নিলামে।
২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই অসাধারণ পারফরম্যান্সে হইচই ফেলে দিয়েছিলেন মুস্তাফিজ। পরের বছর আইপিএলে খেলেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিংয়ে বড় অবদান রেখেছিলেন দলের শিরোপা জয়ে। নিজে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার।
এরপর পিছু লেগে থাকা ও ফর্মহীনতা মিলিয়ে জাতীয় দলের হয়ে হারিয়ে ফেলেন ধার। আইপিএলেও আর ফিরে পাননি ছন্দ। হায়দরাবাদে আরেক মৌসুম খেলার পর গিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। কিন্তু আগের সেই মুস্তাফিজকে পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই