জাপানি ভাষায় এই মাছের নাম ‘রিউগু নো সুকাই'। এর মানে ‘সমুদ্রের ভগবানের অট্টালিকার দূত। তারা মনে করে, সমুদ্রের তলদেশ থেকে এই মাছ বয়ে আনে ধ্বংসের বার্তা। আর এ কথার ওপর ভিত্তি করেই আতঙ্ক ছড়াচ্ছে জাপানজুড়ে। ওরফিশ বা রিউগু নো সুকাই এর রূপকথা শুরু হয় ২০১১ সালে। সে বছর বিধ্বংসী ভূমিকম্প ও সুনামির ফলে ২০ হাজার মানুষ মারা গিয়েছিল জাপানে। তার আগে অন্তত এক ডজন ওরফিশ জাপানের বিভিন্ন উপকূলে দেখা গিয়েছিল।
কোন মন্তব্য নেই